ফাগুন বল্লো__
আগুন আমি,
জ্বালাই হৃদয়টাকে!
হৃদয় চাইলো__
মধুর পিরীতি
ছাই চাপা যে থাকে!
প্রেমও বল্লো __
এইতো সময়
রঙে রঙে ভরাবার!
দোল দোলায়
মাতলো বায়
গেয়ে বসন্ত বাহার॥
আগুন বল্লো __
প্রেমের বসন্ত
আনন্দে মূখর হলে,
মধুর ফাগুনে
প্রেম বিরহের
দোল,দোদুল দোলে!