প্রেমের দিঘীর জল টলমল
তোমার দিঘল চোখে।
বাউল প্রেমে মাতাল আমি,
পলাশ কাজল মেখে ।
উদাসী প্রেম যদি মুছে যায়
স্বচ্ছ এ বারিধারায় __
সে প্রেমও যে থাকবে লেখা
কবিতার ঐ পাতায়!
এখন যেন পারি না চিনতে
বর্ষা শরৎ কী বসন্ত!
জানিনা প্রেম কখন বা মরে
কখন যে হয় জীবন্ত!