এক খরতাপ গ্রীষ্মের দুপুরে
ভুল করে ডেকেছিল কোকিল।
হয়তো তোমারই জন্য __
সেই সুরের লগনে
না দেখা স্পর্শ অনুভবে
উতলা হয়েছিল মন...
দেখিনি তোমাকে...
দেখিনি সেই কোকিলকেও,
যার অন্তরে জেগেছিল
নব যৌবনের ডাক...
খুব তাড়াতাড়ি কী জানি কেন
এসে পড়েছিল ফাগুন..
আবীরে রাঙানো প্রেম নিয়ে
বসন্ত এলো...
তুমি বলেছিলে,
এ ভালবাসা চিরদিনের!
আপ্লুত হয়ে বলছিলাম সেদিন
"তাই হোক"।
ভুল করে এলেও আসুক নাহয়
এমন সত্যি প্রেম!