দেবী, আজ তোমার বোধন।
জাগো মহাশক্তি...
একবার চোখ মেলে দ্যাখো
এ ধরার অরাজকতা।
খেটে খাওয়া মানুষের ভালে
কেন জোটে না অন্ন!
নারী কেন পায় না সম্মান?
ধর্ষিতা, নিপীড়িতা হয়
বারেবারে!
আজ তার সঙ্গে জুটেছে
মহামারী!
বোধনের প্রাক্কালে জাগো মা।
লড়াই করার শক্তি দাও।
দাও সুবুদ্ধি।।
চৈতন্যপ্রাপ্ত হোক মানুষ,
তোমারই বোধনে।