পৌষের ঘ্রাণ মেখে
প্রজাপতি মন আমার
আলপথ ধরে হারায় কোথায়!
হারায় কবিতার রেশ...
সোনালী ধানের হিল্লোলে।
নিকোনো দালানে
পেতে রাখি আসন কার!
সে কী আসবে না আর কখনো!
বিষণ্ণ ভাঙাচোরা মনটা
পাকা ধানের গন্ধে ক্লান্ত আজ।
নবাণ্ণ সাজাই কোথায়!
টুকরো টুকরো শব্দগুলো
ভীষণই একাকী যেন।
ওরা ঘুরে বেড়ায় পোড়া মনের
ছাই পাঁশের ধোঁয়ায়!