পথের সাথী(সিনকোয়াইন ফর্ম)

              সেদিন
            যখন তুমি
        ভাঙনের এক পথে
   গাইলে এগিয়ে চলার গান।
               বিপ্লব
           জাগলো মনে
         নামলাম সেই পথে
      পথের সাথী পেয়ে গেল
              সংগ্রাম।