ভালোবাসো ভালবাসো
কানে কানে বলে গেল
বসন্ত - বাতাস।
ছুটল সবাই ভালোবাসার ক্ষিদে নিয়ে
গোলাপ, টেডি, কার্ডের গ্যালারিতে।
হুড়োহুড়ি, বাছাবাছি ।
চলেছে ভালোবাসা বেচা-কেনা।
অর্ধ উলঙ্গ এক পথশিশু
সুবেশ-সুবেশাদের ভিড় ঠেলে
ঢুকল ভিতরে।
বড় ক্ষিদে তার।
রক্ত ঝরানো গোলাপ ছবির হাতে
তরুণের টি-শার্টে কচি হাতের টান_
ফিরে তাকানো তরুণ
প্রশ্নের মুখোমুখি_
''এখানে কি খাবার পাওয়া যাবে? ''
নির্বাক তরুণ।
ভাবল '' ভালোবাসায় কি পেট ভরে? ''
রচনাকাল---14.02.2017.