চৈত্রের ধূলো গন্ধ মেখে
তপ্ত রোদ উড়ছে দুপুর বাতাসে।
একটা উন্মাদনা!
পাগল পাগল ভালবাসার পরশ।
চোখে মোহ স্বপ্নজাল।
উড়ন্ত রোদ্দুর
এলোমেলো করবে এলোচুল.....
তুমি গুছিয়ে দেবে
আলতো হাতে, ছটপটে ছোঁয়ায়।
আমি ভেসে যাব প্রেমে।
এরপর যদি চিরাচরিত নিয়মে
কালবৈশাখী আসে!
আসুক ___
পৃথিবীর যত ঝড় শেষ হয়ে যায়
একদিন __শান্তিতে!