মনটা জিনে, নাও গো চিনে মুক্ত সুখ।
নদীর টানে, যাও উজানে লব্ধো দুখ।
শালুক ফুলে, দুঃখ ভুলে ফড়িং নাচ।
চাঁদের কোলে, হাসি দোলে মন সাঁঝ।
পলাশ বনে, বাউল মনে উদাস গান।
মনটা হানে হৃদ্ কোণে বোমারু যান।
বসন্ত আঁকে জীবন বাঁকে মধুর রঙ।
শিমুল শাখে দোলা লাগে জনম ঢং।