সম্বলহীন হয়ে এসে পড়েছি
এ ভব সংসারের প্রেমে।
চলছি পথে , যাইনি থেমে।
জানে অন্তর্যামী...
এখানে আসন পেতেছি আমি!
ভেবেছি, বেঁধেছি সাধের ঘর!
ভুলেছি, এ ঘরেই আমি যে পর!
এ ঘরের মালিক তো নই আমি।
যার জমিতে নিয়েছি ঠাঁই,
তাঁর দয়াতেই মিছে করি বড়াই!
দয়াল যিনি, মালিক তিনি...
তাঁর জমিতেই বাসা বুনি!
জাহির করি __
দ্যাখো, আমার বাঁচার বহর!
হাসে অন্তর্যামী __
' ক্ষণিকের অতিথি তুই ওরে__
এ ভব সংসারে!
খেলা শেষে ফিরে যেতেই হবে
এ ঘর তোকে ছেড়ে।'
নিজের ঘর তো নেই আমার।
এ ঘর যে ঐ মালিকের!