(১)
সমাজে রাখতে আপন মান,
দুহাতে সরাও সকল দুর্নাম ॥

(২)
বন্ধুর পথে চলতে চলতে,
জীবন চেনো পরতে পরতে॥

(৩)
মেঘ ফুঁড়ে রোদ্দুর সুখের সমুদ্দুর!
হিসেব করিনা, জীবনটা কদ্দুর!

(৪)
কড়া নাড়ছে শেষ খেয়ার মাঝি ।
তবু যে কেন এখনও ঘাট খুঁজি!

(৫)
চাওয়া আর পাওয়ার মাঝে,
সততা যে হারায় চির সাঁঝে!