এক বাক্স রঙ
আর কয়েকটা তুলি __
এই ছিল আমার জন্য
তোমার উপহার।
সেদিনটা ছিল আমারই
অন্যতম জন্মদিন।
কীভাবে যেন
তুমি জানতে পেরেছিলে
আমি আঁকতে ভালবাসি।
আমি করতাম স্কেচ__
এবং তা শুধু পেনসিলে।
রঙ তুলি দিয়ে তো
আঁকিনি কোনোদিন।
তুমি হাতে ধরে শিখিয়েছ
রঙীন আঁকা।
সেদিন থেকে রঙে রঙে
ভরে গেলাম আমি...
ভরে গেল চারিদিক!!
এখন আর ছবি আঁকিনা।
সান্ধ্য সূর্যের সাথে
দিনটা অস্ত যাবে ক্রমে।
রং মুছে যাবে আকাশের।
আর আগামীকাল
শুভেচ্ছার রঙে রঙে
রঙিন হয়ে উঠবো।