ভোরের নরম গালে
শীতের আদর মাখামাখি!
ঠোঁটে জমেছে কুয়াশার বিন্দু।
টুপ টুপ পড়ছে খসে
ভালবাসার মহাসিন্ধু!
এ যেন শীতের অভিবাদন।
ছেঁড়া আলোয় এলো ভোর!
শীতল ছোঁয়ায় ফুলের কেয়ারি
ভিজে একশা।
শিশির ভেজা ঘাসের
আড়মোড়া ভেঙে ওঠা যেন
একটা গল্পের মোড়!
একটু একটু করে
এগিয়ে যায় অসম্পূর্ণ কবিতা।