একটা দাঁড় কাক
ডেকে চলেছে সমানে
পুরোনো বাড়িটার কার্নিসে বসে!
পাখির ডাক এতো কর্কশ!
লোকে বলে
এ যেন এক অশুভ ইঙ্গিত!
শ্যাওলা ধরা পুরোনো বাড়িও
বিভীষিকায় স্তব্ধ ।
চলৎশক্তিহীন আমাকে ওরা
হুইলচেয়ারে বসিয়ে দিয়ে গেছে
বারান্দায়।
অসহ্য লাগছে ঐ কাকের ডাক।
কিছু করার নেই আমার।
মনের গভীরে কি এক যন্ত্রণা
পাগল করে দিচ্ছে।
আমি চিৎকার করে বলছি,
'আমাকে এখান থেকে সরাও'!
কেউ যেন নেই কোথাও জেগে!
আমি একা!
এভাবে বেঁচে থাকার কোনো অর্থ
খুঁজে পাই না যেন।
শুধু একটা পাখির ডাকের জন্য!