অ্যাই পাগল ___
তোর প্রেমে আমি একটা
পাগলি হতে পারি।
তোর হৃদয়ে আমিই সেই
ভ্যালি অফ ফ্লাওয়ারের
ফুলের সারি সারি!
তোর জন্য আমি একটা
আলমারি ভরা বই,
উপন্যাস অথবা কবিতা
অথবা গল্পে থই থই!
পাগল __
তোর হৃদয়ে আমিই
চঞ্চলমতি অলকানন্দা
হয়ে বয়ে যাব।
সেই আমিই
মৃদু স্রোতের মন্দাকীনি
তোর মনটা ছোঁব!
আমি তোর বুকের পরে
হাওড়া ব্রিজ হতে পারি!
তুই যে আমার আকাশে
পূর্ণিমার চাঁদ।
আমি যে প্রেমের ফাঁদ!
তোর জন্য আমি
ছুটির দিনের রেড রোড
হতে পারি!
কিংবা তুই যে বই মেলার
শেষ দিনের ছবি!
পাগল, তুই যে আমার সুখ,
আমার পাগল কবি!