পৃথিবী অজানা এখনও ।
আরও অচেনা সেই পরিবেশ,
যেখানে তার বেড়ে ওঠা।
রামধনু রঙ তার গায়ে ___
চোখ ধাঁধানো এক জিজ্ঞাসা!
এখানে অচেনা মানুষ বাঁচে,
অজানা গর্বে, সে পার্থিব!
নিজে তৈরি করে পরিচয়!!
জানে না কোথায় শুরু,
কোথায় বা এর সমাপন....
পৃথিবী ঘোরে নিজ খেয়ালে
নিয়ম বিধি মেনেই....
শুধু মানুষের কাছে অজানা।
এ যেন মুক্ত বাতাস হীন
খাঁচায় বন্দী এক জীবন কথা!