ব্যথাগুলো এঁকেছি
ঐ প্রজাপতির পাখায় পাখায়!
রঙে রঙে তারা যেন
আলপনার আলাপনে ব্যস্ত!
অসুখের সুখ
ছড়িয়ে পড়ে ফুলের বাসরে!
ব্যথার জ্বালার রেণু,
পায়ে মেখে ওড়ে জল ফড়িং!
আমার যত অসুখ-ফুল
স্নানরত রঙের ঝর্ণায় ঝর্ণায়....
ব্যথার সুখেই
পাগল হয় আমার পোড়া মন।
আহা!!!