দুঃখ সেদিন কেঁদেছিল একাকী ।
কোথায় যেন পেয়েছিল আঘাত।
কথার পরেও যখন কথা বাকী,
নিরালায় সে বসে ছিল সারারাত।
তখন ছিলাম আনন্দেতে মেতে,
দুঃখ, তুমি আমার পাশে এলে __
পাড়ি দিলে ভিজে আকাশেতে ।
সুখটা তখন কেবলই এলেবেলে।
বরফ সাদা কান্নাগুলো কখন
আমার কাছে ভীষণ হ'ল দামী।
বসন্তের আনন্দ গানে তখন __
অশ্রু স্রোতে দিক হারিয়ে "আমি" ।