সব প্রেম কী বয়ে যায়
নদীর মতো __
বাধা কাটিয়ে এঁকে বেঁকে,
নিজের মতো করে!
কী জানি!
নদীর বুকে থাকা নুড়িরা,
জানে কী সেই সব?
হদিস রাখে কী প্রেমের__
যা বলা হয়নি কখনো!
কে জানে!
গভীরে, আরো গভীরে __
প্রেম গেঁথে আছে
নদীর জলেরও নীচে !
নুড়ি আর বালুর খাঁজে!
কেই বা জানে!
নদী পৌঁছে যায় সাগরে।
না-বলা প্রেম
অনাদরে পড়ে থাকে
কঠিন নুড়ির আড়ালে __
হয়ত অনন্তকাল!