ক্লান্ত বয়স
মধ্যাহ্ন শেষে যখন
আশ্রয় নিয়েছে বিছানায়
শ্রান্ত মন মুখোমুখি হ'ল
জানালা ফাঁকে দৃশ্যমান
অপরাহ্ণ- সূর্যের।
ম্লান লাল আভায় আজ
সে যেন বড্ড কেতাদুরস্ত!!!
ইশারায় বলল __
ওঠো, জাগো, কলম ধরো।
কতদিন জাগিনি আমি!!
কতদিন __
সহস্র অ-শব্দরা ঘোরে ফেরে
ব্যর্থ জোনাকির আলোয়।
অস্থির কলম আঁকে __
শেষ বিকেলের
অভিসারী পাখির ডানায়
বাসায় ফেরার টান।
এখনি রাত্রি নামবে মনে।
ঘন নরম কুয়াশা
নিবিড় হবে আঁধারের প্রেমে।
আমি গভীরে ডুবে যাব,
আরও গভীরে,
অন্তহীন কবিতার অ-শব্দের
আস্তরনে!