চলতে চলতে __
কখন যেন পৌঁছে গেছি
এক অপরাহ্ণ বেলায়।
এক চিলতে সোনা রোদ্দুর
রঙ ছড়ালো __
আমার কাঁচা পাকা চুলে।
পোড় খাওয়া পথে
হঠাৎ তোমার দেখা পেলাম।
মনে হলো __
অনেক দিনের চেনা তুমি।
মনে পড়ে গেল __
সেই চেনা হলুদ পাখির কথা।
আমার জানলায় এসে
বলেছিলো, "চিনতে পারো"?
তারপর __
উড়ে গেছে নীল অজানায়।
আজ__
তোমায় দেখছি দুচোখ ভরে।
অনেক কথা
বাকি রয়ে গেছে যেন!
চোখ রইলো চোখে__
হাত রইলো হাতে __
কোথায় যে হারিয়ে গেলাম
সেই অপরাহ্ণে!