যদিও এখন বর্ষা __
তবু আমার দুচোখ ছুঁয়ে
আজ বৃষ্টি পড়েনি এক ফোঁটা!
বাজেনি বর্ষার নূপুর!
ঝকঝকে আমার আকাশ__
আমি তাকিয়ে অপলক!
সূর্য পাটে যাবার হয়েছে সময়।
দিগন্তে তখন
স্তর মেঘের জমায়েত!
সূর্য অনুরাগের রঙ ছড়ালো
ওদের গায়ে ।
আমি তাকিয়ে অপলক!
আকাশের শেষ ঘুড়িটা
এখনো অনেক উঁচুতে বিষণ্ণ!
ওর গায়ে সূর্যের শেষ রঙ।
যেন বসন্তের আবীর
মেখে নিয়েছে পড়ন্ত যৌবনে!
আমি তাকিয়ে অপলক!
সূর্য ডুবেও রেখে গেল আলো
পূবের চাঁদের বুকে।
আজ পূর্ণিমা__
ধীরে ধীরে ছড়ায় জ্যোৎস্না...
এক বর্ষার মেঘ হীন আকাশে।
আমি তাকিয়ে অপলক!