কতদিন হলো __
মিশকালো মেঘের দল
হয়নি জমা আকাশে।
তবুও কী ভীষণ গুমোট।
কাগজে কলমে
বর্ষা এলেও ঝরেনি তো
অঝোর ধারায়!
প্রকৃতির এই অভিমানে
প্রযুক্তির রয়েছে দোষ।
বিজ্ঞানের হাত ধরে
পরিবেশ দূষণেই বুঝি
জমেনি আজ মেঘ।
তবু যে বর্ষার আশায়
জীবন অপেক্ষায়।