সন্ধ্যা নামার ঠিক আগে
আকাশ রাঙা হয়ে উঠলো __
পাখিরা তড়িঘড়ি উড়ে চললো
যে যার বাসার দিকে।
ঠিক তখনই কেউ যেন
ডাকলো আমায় চেনা নাম ধরে।
যে নামটা শুনিনি বহুদিন।
যে নামে তুমি ডাকতে আমায়
আদর করে।

মনটা উতলা হলো ডাক শুনে।
তোমার কথা মনে পড়ে গেল।
সেই যেদিন তুমি শেষ
দেখা করতে এসেছিলে __
রাস্তার ধারের বকুল তলায় ;
সেদিন এমনই রাঙা হয়েছিল
বিকেলের আকাশ।

সেদিন বলেছিলে __
যাচ্ছ তুমি অনেক দূরের দেশে,
কাজের খোঁজে!
সময় হলেই ফিরে আসবে।
দীর্ঘ দিন ধরে অপেক্ষায় আছি
তোমার সময়ের!
হয়তো সময় আর হয়ে ওঠেনি
তোমার!
সময় হয়নি গ্রামের
সেই ফ্রক পরা শ্যামলা মেয়েটির
কাছে আসার।