কবিতায় মিশে যাক্
বিদ্রোহী কিছু কথামালা!
ভেসে আসুক স্রোতে
যত বিদ্রোহী চেনা মুখেরা।
কবিতার রন্ধ্রে রন্ধ্রে জমুক
তপ্ত লোহিত কনিকা।
নতুন করে রচিত হোক
স্বাধীনতার অসমাপ্ত গল্প!
স্বাধীনতা যেন আজও
কোথাও কোথাও শৃঙ্খলে।
খুঁজে বেড়ায় মুক্তিপথ।
কবিতার মতো হোক
নব চেতনার আলোড়ন।
ছন্দে ছন্দে ঘটুক
শান্তিকামী অঙ্গীকার।
হোক না যুদ্ধের অবসান।
কবিতায় কবিতায়
জেগে উঠুক মানবতার রং।
বিদ্রোহী হও কবিতা।
জ্বলে পুড়ে খাক্ হয়ে যাক্
যত যন্ত্রণার কারুকাজ।
সুন্দর হও কবিতা ।