গানের ওপর গান সাজিয়ে
যখন খুঁজি পুরোনো সেই ঘর,
কেবল হারিয়ে যাই!
ছিটকে যায় হাতে রাখা হাত।
কুয়াশা নেমে আসে...
মনে হয় কাঁচের দেয়াল,
আড়াল করে রাখে যত বন্ধন!
কিংবা হারাই!
পথ চলতে চলতে হোঁচট খাই,
পিছন ফিরে তাকাই...
অজানা মনে হয় সব কিছু!
নতুন করে গান বাঁধতে গিয়ে
বার বার হেরে যাই!
ভোর ছিনিয়ে ছেঁড়া কুয়াশা
জীবনকে ভাবায়...
নিজেকে তখন
কেন যে অন্য অন্য মনে হয়।
আবারো হেরে যাই!