যে পাখিটা
হারিয়ে ছিল দিকশূন্য।
যে পাখিটা
পার হয়ে গিয়েছিল
অসংখ্য দিগন্ত...
সেই পাখিটা
ফিরে এলো আবার
পুরোনো বাধ্যতায়
এবং স্বেচ্ছায়!!

কোন সে ফাগুনে
ছাই চাপা মরা আগুনে
পুড়ে গিয়েছে
এক দুরন্ত হৃদয়...
ঝলসানো আলোয়
অন্ধত্বে ভুগেছে সে।

রঙ চিনলো না আর...
ভুলে গেল আঁকতে __
বাসা বাঁধতে!!
একটাই রঙ
ছড়িয়ে দিগন্ত বিস্তৃত _
কালো, শুধু কালো...

একদিন __
আঁধারকে বেছে নিলো
বরাবরের মতো!!
হারালো
এক অন্য দিগন্তে...