চলে গেল চৈত্র।
ছেড়ে দিতে হবে স্থান,
বৈশাখ বলেছিল।
নতুন বছরের হাত ধরে
মধুর উন্মাদনায়
বৈশাখ এলো তাই।

বৈশাখ মানে
তপ্ত একটি মাস,
মিহিন দখিনা বাতাস,
ফুল ফলের গন্ধে
মাতোয়ারা।
আর __
পাখির বাসায় ডিম
কিম্বা সদ্যোজাত ছানা।
সাথে পাখি যুগলের
আনন্দের চঞ্চলতা...

কিন্তু এরপরও
একদিন কালো মেঘে
ছেয়ে যাবে আকাশ!
আসবে ঝড় __
যা চৈত্রে হবার ছিল...
কালবৈশাখী নাম যার।
তার দাপটে
ভাঙবে কত যে ঘর!
কত পাখির ছানার
পাখি হওয়া
হয়ে উঠবে না আর!

এ যন্ত্রণা,
বোঝে কী বৈশাখ!
নাকি শুভেচ্ছা কেড়ে
জীবনের পথে পথে
শেখায় বাস্তব!