ছুটছে শহর,
যেমন ছোটে, রোজ।
জুতো, চটি, নিদেনপক্ষে
হাওয়াই চটিও ছোটে।
তবু কেউ কেউ নগ্ন পায়ে
সুন্দর শহরের সঙ্গে,
গল্পের মতো বাঁচে।
দিনের উদয় অস্তের মতো
শহরের উদয় অস্ত নেই।
শহর রাতেও কথা কয়....
নেতাদের প্রতিশ্রুতিতে
শহরের ওঠা নামা।
এসব দেখার শোনার এবং
আহ্লাদে আটখানা হবার
সময় নেই ওদের।
উদয়স্ত খাটে ওরা....
দু মুঠো জোটাই যে ঝক্কি।
ওরা ছোটে ___
শহরের সঙ্গেই ছোটে।
ওরাই ছুটন্ত একটি শহর!