নবমীর নিশি গেলে
বাজবে বিসর্জনের সুর।
কোথা থেকে যেন
বুক জুড়ে চাপা কান্না
জড়িয়ে যায় অজান্তে!
মা যে চলে যাবে...
অন্য বিসর্জনের
সুর বাজে
ঐ গরীব মেয়েটির ঘরে।
দুটো পয়সার লোভে
যে নিজেকে
বিলিয়ে দিয়েছে এ রাতে।
বুড়ো বাপ মা ঝুপড়িতে
অপেক্ষায় ___
দুমুঠো ভাত খাবে বলে।