কত যে বন্ধু, বন্ধু নয়
তবুও তারা বন্ধুই হয়
গভীর একান্তে__
এক বিরহী বিরোধী
মনের অজান্তে !
বিরুদ্ধ কথাতেই__
তারা যে বড়োই
আপনার জন!
অন্য মতের প্রয়োগ
হলেই , তোমার মতের
হয় প্রয়োজন!
এই নীরব বন্ধুত্ব
তোমার মনে
লুকিয়ে জমানো হেম;
যা ফল্গু ধারার মতো
বয়ে আনে এক
অনাকাঙ্খিত প্রেম !!!!