মাটি ফুঁড়ে
মাথা তুললো ছোট্ট অঙ্কুর।
বীজপত্রের ছোট ছোট দুই হাত
যেন খুলে ফেললো
বহুদিনের রহস্যের বন্ধ দরজা!
নেপথ্যে অবশ্য মূল।
এক ঝলক
সূর্যের আলোয় ভিজে গেল সে।
সৃষ্টির অনাবিল আনন্দে
আরো সবুজ হয়ে উঠলো মন।
বীজ থেকে অঙ্কুর __
সবটাই যেন বন্ধ দরজার
ওপারের রহস্য!
এরপর এলো বৃষ্টি।
রোদ আর বৃষ্টির ভালোবাসায়
কিভাবে যেন একদিন
ছোট্ট অঙ্কুরটাই
রহস্যের গন্ধ মেখে হয়ে উঠলো
পরিনত বৃক্ষ!