ব্যর্থ অঙ্কের কলুষতা
সাথে নিয়ে জীবন এগোয়!
শোধরানোর উপায় নেই।
সামনে এসে দাঁড়ায়
অজস্র আরো জটিল অঙ্ক!
তাই কষে যেতেই হয়...
নেই সহায়িকা বই ;
সাহায্যের শিক্ষকও নেই।।
কষতে কষতে
এগিয়ে যেতে হবে একলা।।
উন্নীত হই অন্য অঙ্কে!
শেষ নেই কোনো।।
যতক্ষণ থাকবে শ্বাস __
অক্লান্ত অঙ্ক থাকবে সাথে।
কানের কাছে
ফিসফিস করে বলে যাবে,
"চরৈবেতি"!!
জানি না কতদূর!!!
শ্বাস শেষ হওয়ার আগেও
জানতে পারব না,
অঙ্কেরা মিললো কিনা!!
যবনিকা পতনও যেন এক
জটিল অঙ্ক!