ফুল তো আছে কত,
ভালবাসার বাগান জুড়ে__
কেউ তোলেনি
কেউ গাঁথেনি মালা...
বুকে যে বিরহের জ্বালা!
কেউ দেয়নি একটাও ফুল,
জুড়িয়ে দিতে ক্ষত।
বোকা মনটা কাঁদে,
কাঁপে ভালবাসার জ্বরে!
কারোর চোখে পড়েনি তো
ভালবাসার ফুল রয়েছে
বাগানটা ভরে!
পূজার অর্ঘ্য অনাদরে,
শুধুই কেঁদে মরে!