সোজা উঠোন বাঁকা হয়
যদি না জানো নাচ।
অজুহাতেই বাঁচে জীবন
বলছি জেনো সাচ্!!
আমলারা সব এভাবেই
বহাল রাখে মসনদ।
আদালতের ধার ধারেনা
এতোই তারা বদ !!