আজকাল
জমা খরচের খাতা
হাতে নিয়েই অস্থির হই।
হয়তো খাতাটা
ফুরিয়ে আসছে বলে।
তখনই
কপালে যন্ত্রণা হয়।
এর সাথে
"কপালের ফের" এর
কী সম্পর্ক জানা নেই।
যন্ত্রণা হলেই টের পাই
মাথার মধ্যে
সব ওলোট পালোট!
জমা খরচের অঙ্কগুলো
খুব জটিল হয়ে ওঠে!
বেশ বুঝতে পারি__
কখন যেন চলে গেছি
খরচের খাতায়!