বেওয়ারিশ কাগজের ঝুড়িতে
কুণ্ডলী পাকিয়ে
অ-দরকারী কথারা থাকে।
কখনো পুরিয়া খুলে দেখে নিয়ো
মোচড় দেওয়া ব্যথাদের।
ওরাও দরকারী হতে পারে হয়ত
চোখের আয়নায়।
মুক্তোর মতো বিছিয়ে থাকে
আধভাঙা ঝিনুকের কোল ঘেঁষে!
ওগুলো পদ্য হতে হতে
হারিয়ে গিয়েছে একদিন ধুলোয়।
তুমি যাকে ভেবেছিলে
বেওয়ারিশ!