ইচ্ছে হয় স্বপ্ন আঁকুক
লক্ষ হাজার ক্ষত!
শুধু রক্ত নিংড়ে কী মুক্ত
এ যন্ত্রণা শত শত।
রক্ত-স্রোতই রাস্তা যখন!
সব ছবিই কি আঁকতে পারে
শিল্পী কিংবা কবি!
ঝড়ের পর ঝড় __
ভেঙেছে শক্ত মাটি।
সংঘাতে খসে পড়ে গেছে
স্রোতস্বিনীর পাড়।
তবু নীরব কেন কবি!
সব পাহাড় কি ভেঙে আঁকে
ঝর্ণার জলছবি!
অশ্রু হারিয়ে
চোখের রক্তেই জেহাদ।
পরিত্যক্ত স্বপ্নেরা
জাগায় অগ্নি-প্রতিবাদ।
ভিন্ন যুক্তিতে বিস্ময়!
তাই স্বপ্নকে নিথর করে
স্তব্ধ হবে কী দাবী!