চশমাটা
মাঝে মাঝে খুঁজে পাই না।
অনেক খোঁজা খুঁজির পর
তিতিবিরক্ত হয়ে
আয়নার সামনে এসে দাঁড়াই।
এ কি!!
সেটা তো আমার দু'কানেই
ঝুলছে!
মাঝখান থেকে
সিরিয়ালটা মিস্ হয়ে গেল।
সেদিন আমার
কবিতাটাও লেখা হ'ল না।
একবার কেন যে ___
চোখে হাত দিয়ে খুঁজলাম না!
যত্তসব...
এতো বিরক্ত লাগছে...
ভাবছি ___
চশমাটা খোঁজার জন্য এবার
আর একটা নতুন চশমার
খুবই প্রয়োজন!