আজ সকালটা কুয়াশা মাখিয়ে
আমায় যে ক্লান্ত করে দিয়েছে।
শেষ রাতের স্বপ্ন-সুন্দর আবেশ
মেহেন্দী মাখাচ্ছিল এলোচুলে!
ক্লান্ত চোখে দেখছিলাম আবছা
কিছু কথারা গাছেদের কোলে
কুয়াশার  জালে দোল খাচ্ছে....
কথাগুলো তো সাজিয়ে রেখেছি
সেই আশাবাদী পৃথিবীটার জন্য!
আগোছালো কথাগুলো কেন যে
আজ আলো আঁধারিতে এলো!
কুয়াশার আবহে মন ছুঁয়ে গেল
নতুন পৃথিবীর এ আগমনী সুর!
এ যে কুয়াশা ঢাকা নব সভ্যতা!