রাতের দূরপাল্লার ট্রেনটা
ঝমঝমিয়ে চলে গেল।
আমি তখনও এপাশ ওপাশ করি।
দু চোখে আমার যে নষ্ট ঘুম।
মন জুড়ে জীবন জিজ্ঞাসা!
শীতের রাতে নিস্তব্ধ সিলিং...
ফ্যান ঘুরছে না যে।
রাস্তায় নেড়ি কুকুর কেঁদে উঠল।
আজ পেট ভরেনি বোধহয়।
বন্ধ ঘরের অন্ধকারে তাকাই...
মধ্য রাতে তারারা হয়তো
গল্পে মশগুল...
ওরা কুশল আদান প্রদানে ব্যস্ত।
এভাবেই কেটে যায়
কোনো কোনো বেয়াড়া রাত!
কখন যেন ভোর চারটের
ফার্স্ট লোকাল ট্রেনটার শব্দ
কানে কানে বলে, "ওঠো এবার"!
পাখিদেরও গান শুনি।
ভোর হয়।
না ঘুমিয়েও জেগে উঠি আমি।
এটাও কি নষ্ট-জাগরণ!!