যখন __
খুঁজছে প্রাণ হেঁজি পেঁচি
রাত বিরেতে কানামাছি!
মাছি বলল _পাচ্ছে হাঁচি ;
শূন্য বাটি, কোথায় চাঁচি!
না খেয়ে কী করে বাঁচি!!
নরক বোধহয় সাচ্চি...

তখন__
করোনা বলল _"থামো "!
বাঁচাটাই একটা ব্যামো...
রং বেরং এর মরণ চাও?
বং বং সাধের লাউ বাজাও!
যখনই দেবে হাঁচি __
জানবে আমি আছি।

এখন __
তিন নম্বর ঢেউ এ নদী
পার হতে পারো যদি __
বুঝবে তখন স্বর্গ বৃথা,
নরক মিষ্টি মধুর ব্যথা __
দিলেই একটা" হ্যাঁচ্চো
নরকেই শুষবে চাঁচি!