নবরঙ

              সেদিন
            যখন তুমি
     বেলাশেষে কাছে এসে
   গাইলে নতুন দিনের গান।
              চেতনা
          জাগলো মনে
      ভাঙাচোরা সেই পথে
    নতুন একটি সাথী পেলো
              জীবন।