শেষের সূর্য আগুন জ্বালালো যেদিন
বিরহ আঙিনা মাঝে!
বিজয় তূর্য তোমায় সাজালো রঙিন
সকল কাজের সাঁঝে!
গুটি গুটি পায়ে এসেছিল শুকতারা
সূর্য যখন উদাসীন!
চোখের ছায়ে পেলাম তোমার সাড়া,
বাজিয়ে মনোবীণ!
একদিন মনে হাজার তারার আশা
রচেছিল আগমনী!
নয়নের কোণে নব আষাঢ়ের নেশা
হারানো মুক্তোমণি!