আরো কিছু রয়ে যায় "বাকী",
সব শেষ হওয়ারও শেষে!
লাভ ক্ষতির হিসাব কষে__
কিছু কী পড়ে আছে "ফাঁকি"!
তবে কেন বিদায়ের তাড়া?
চুম্বকের আকর্ষণের মতো,
বিকর্ষণের টান খায় থতমত!!
মন তখনই হয় দিশাহারা।
ক্লান্ত এখন কত শত অভিমান।
মন ভেঙে, মন গড়তে গেলে,
অঝোর বৃষ্টি ধারা নেমে এলে
জমাট মেঘও যে হয় খানখান।
তাইতো এখনো সর্বাঙ্গ জুড়ে__
নেমে আসে পুরোনো নব-স্নান।