দুপুরে বইছে 'লু'...
বাতাসে যেন আগুন উল্লাস!
এ এক চৈত্র শেষের ত্রাস!
উঠছে গ্রীষ্মের আগাম শ্বাস!
তবুও আসে বৈশাখ __
ওঠে পয়লার সাজ সাজ রব।
এলেও কালবৈশাখী তাণ্ডব
বৃথা হবে না গ্রীষ্মের কলরব।
শুধু যাবার আগে
চৈত্র হয় খানখান অনুরাগে।
বৈশাখও নব আনন্দে জাগে
আদৃত নববর্ষের মহাভাগে।