রাত্রি যবে গিয়েছিল ঘুমে...
কুয়াশা নেমে এলো অন্ধকারে।
অস্পষ্ট আলোয় __
জোনাকির ডানায় লেখা হলো
একটি কবিতার অসুখ।
সেই চাঁদহীন রাতে __
দূর্বা ঘাসেদের কোল জুড়ে
দুলেছিল নীটোল শিশির কণা,
নিয়ে ক্ষণিকের সুখ।
সুখটুকু ছুঁয়ে রইলো কবিতা
নিবিড় আঁধার চুমে...

সেই সে শীতের রাতে...
তারার আলতো নরম আলোয়
অবোধ অবুঝ শিশির
বুঝলো না সেই নির্মম সত্য__
খানিক পরে উদিত রবির তেজ
মুছে দেবে তার জীবন-রস।
চিরন্তন সেই বাস্তব __
শিশিরের ক্রমে শুকিয়ে যাওয়া
জীবন-কথা লিখিত হয়েছিল
কবিতার অসুখের সাথে...