নিম্নচাপে(একুশ শব্দের কবিতা)

অল্প আলো
একটু মেঘ।
বাদল এলো
ডাকছে ভেক।

নিম্নচাপ পাতলে আসর,
শ্রাবণ যে পেলো আদর!

ফ্যাঁচফ্যাচে
কাব্য তবু
চশমার কাঁচে
জবুথবু!!