সবই তো লিখে গেছো _
কিছুই যে রাখোনি বাকি!
আমি তো অযোগ্য, তবু __
জানি না এ কেমন ফাঁকি!
অগোচরে আবডালে
জীবনের যত কিছু __
যত ওঠাপড়া,
ভাঙা আর গড়া,সবই
লিখে গেলে, আগু পিছু!
কত শূন্যতা, যত বৈভব,
যা আছে __
মিলে যায় মিহি সুতোয়
গাঁথা বকুল মালায়।
একটাই মনে__
লিখে দিয়ে গেলে সব।
কি করে পারলে কবি?
তোমার মনের রঙে
এঁকে দিয়ে গেলে
অজানা অথচ জানা
মনের কথা- ব্যথার ছবি!