ঘুমের নিস্তব্ধতায়
আচ্ছন্ন আমার যত
বিধ্বস্ত পাণ্ডুলিপি...
ওরা যেন মাহেঞ্জোদারো।
যেন সারি সারি
ঘুমিয়ে থাকার ভঙ্গিতে
মৃতদেহগুলি
বহন করে চলেছে
নীরব সভ্যতার গরিমা।
হয়তো সত্যি নয়।
হয়তো হাস্যকর অনুভব।
ওরা একান্ত আমার।
মনের গভীরে
শুয়ে থাকা এক
অনুভূতিময় আবেগ!
জীবন চায়নি ওরা।
জীবন পায়না শবদেহরা!
তবু অপেক্ষায় থাকে
মাহেঞ্জোদারো!